Tuesday, March 19, 2013


ঘাসের নীচে ঘাস,
আমার এক চিলতে আকাশ,
যদি বিকেল বেলায় তাকাস
দেখবি কত রঙ সেখানে।

ঘরের মাঝে ঘর,
আমার বুকের মাঝে পর
আমায় জায়গা ছেড়ে সর-
আমি দাঁড়াই কোনখানে?

ঘুম দিয়েছে ভূতে,
মাদুর দিলাম শুতে
আমিও চলি ছুটে
জীবন জয়ী যেইখানে।

এই তো আছি বেশ,
আমার গবেষকের বেশ,
আমার উন্নতিশীল দেশ,
আমি রয়েছি এইখানে।

1 comment:

  1. completely matha-r opor die gelo... tobe ekjon gobeshok je ei kobita-ti likhechhe taate ar kono sondeho nei!

    ReplyDelete